সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৫:৩০ পূর্বাহ্ন

সহস্রাধিক পদে লোক নিচ্ছে ইসলামিক ফাউন্ডেশন

জব ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২৭ পঠিত
সহস্রাধিক পদে লোক নিচ্ছে ইসলামিক ফাউন্ডেশন
সহস্রাধিক পদে লোক নিচ্ছে ইসলামিক ফাউন্ডেশন

ইসলামিক ফাউন্ডেশন ‘দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন ও পরিচালনা’ প্রকল্পের জন্য লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে ডাকযোগে/সরাসরি আবেদনপত্র আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে পাঠাতে হবে।

শিক্ষক পদে ১৩৮জনকে নিয়োগ দিবে প্রতিষ্ঠানটি। প্রার্থীকে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি অথবা সম্মানসহ সমমানের সিজিপিএ–প্রাপ্ত স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণির/সমমানের সিজিপিএ-প্রাপ্ত সম্মান ডিগ্রি অথবা সমমানের মাদ্রাসা ডিগ্রি/কওমি মাদ্রাসার সমমানের ডিগ্রি/ সনদধারী দাওরায়ে হাদিস পাস হতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা সমপর্যায়ের গ্রেড/শ্রেণি/সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয়।

শিক্ষক নিয়োগের নীতিমালা অনুযায়ী শিক্ষক নিবন্ধন সনদধারীদের/শিক্ষায় ডিগ্রিপ্রাপ্ত ও অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসার কারিকুলাম এবং পাঠ্যসূচি অনুযায়ী প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত সব বিষয়ে পাঠদানে সক্ষম হতে হবে এবং দৈনিক দুই শিফটে শ্রেণি পাঠদান পরিচালনা করতে বাধ্য থাকতে হবে।

সংশ্লিষ্ট জেলাগুলোর মধ্যে যে উপজেলা/জোন/সার্কেলে পদ শূন্য আছে, ওই উপজেলা/জোন/সার্কেলের স্থায়ী বাসিন্দা হতে হবে প্রার্থীকে। সিটি করপোরেশন এলাকার জন্য এ শর্ত শিথিলযোগ্য। ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট বিভাগ/জেলা কার্যালয় থেকে শূন্য পদের বিষয়ে তথ্য পাওয়া যাবে। ২০২৩ সালের ২৪ জানুয়ারি ১৮ থেকে ৩০ বছর বয়স হতে হবে প্রার্থীকে। বিভাগীয় প্রার্থীদের জন্য এ বয়স শিথিলযোগ্য। মাসিক সম্মানি ১২,৫০০ টাকা। এর সঙ্গে আছে নানা সুযোগ সুবিধা। বছরে দুটি উৎসব ভাতা/ইনসেনটিভ পাওয়া যাবে।

সহায়ক কর্মী কাম পরিচ্ছন্নতাকারী পদে নিয়োগ হবে ১ হাজার ১০জন। প্রার্থীকে এসএসসি/দাখিল/ শরহে বেকায়া/সমমানের অন্য যেকোনো মাদ্রাসা শিক্ষার দ্বিতীয় শ্রেণির বোর্ড পরীক্ষার সনদধারী অথবা সমমানের মাদ্রাসার সনদধারী/কওমি সনদধারী হতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা সমপর্যায়ের গ্রেড/শ্রেণি/সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয়।

আরও সরকারি চাকরির খবর

⇒ তথ্য অধিদফতরে একাধিক পদে নিয়োগ

এছাড়া এই পদে আবেদনকারী প্রার্থীকে মাদ্রাসা ক্যাচমেন্ট এলাকার এক কিলোমিটার এলাকার মধ্যে প্রার্থী হতে হবে (সিটি করপোরেশন এলাকার জন্য এ শর্ত শিথিলযোগ্য)। অভিজ্ঞদের অগ্রাধিকার রয়েছে।

প্রার্থীর বয়সসীমা হতে হবে ১৮ থেকে ৩০ বছর। বিভাগীয় প্রার্থীদের জন্য এই বয়স শিথিলযোগ্য। বেতন ও সুযোগ-সুবিধার মধ্যে মাসিক সম্মানি ৮,০০০ টাকা। বছরে দুটি উৎসব ভাতা/ইনসেনটিভ দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইট (http://www.islamicfoundation.gov.bd/) থেকে নির্ধারিত ফরম ডাউনলোড করে ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট বিভাগীয় জেলা কার্যালয়ে পূরণ সাপেক্ষে পাঠাতে হবে। আবেদনকারীকে প্রকল্প পরিচালক, ‘দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা প্রকল্প’–এর অনুকূলে সোনালী ব্যাংকের পিএসসি শাখা, ঢাকায় (চলতি হিসাব নম্বর: ০১১০৭০২০০০৪৮৬) শিক্ষক পদের জন্য ২০০ টাকা ও সহায়ক কর্মী কাম পরিচ্ছন্নতাকারী পদের জন্য ১০০ টাকা পরিশোধ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে ব্যাংক কর্মকর্তার সীলমোহরসহ স্বাক্ষরিত জমা ভাউচার সংযুক্ত করতে হবে।

 সর্বশেষ চাকরির খবর জানতে ক্লিক করুন এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই ধরনের আরও সংবাদ
© Current Memory 2022 - 2023
Designed by BLACK iz Limited