সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৫:৩৩ পূর্বাহ্ন

জীবনে সফল হতে আমাদের করণীয়

ক্যারিয়ার ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ২২৮ পঠিত
জীবনে সফল হতে আমাদের করণীয়

সব মানুষই জীবনে সফল হতে চায়। অনেকে সেই সফলতার শিখরে পৌঁছতে সক্ষম হয়, আবার অনেকে ব্যর্থ হয়। জীবনে সফল হতে আমাদের করণীয় বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা করবো।

এক লাফে কখনও সাফল্যের চূড়ায় পৌঁছা সম্ভব নয়। তাই গবেষকরা বলছেন, প্রতিদিনই একটু একটু করে জীবন বদলে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সেক্ষেত্রে কিছু বিষয় মেনে চললে সফলতা ধরা দিবে।

১. লক্ষ্য নির্ধারণ : প্রথমেই আপনাকে নির্ধারণ করতে হবে আপনি কি হতে চান বা আপনার জীবনকে কোন দিকে পরিচালিত করতে চান কিংবা আপনার প্যাশন কি। প্যাশনকে কাজে পরিণত করা যদিও খুব কঠিন কাজ। তবে করতে পারলে সেই কাজের মধ্যে আপনি আনন্দ পাবে। আপনাকে হতাশায় ভুগতে হবে না।

২. পরিশ্রম : ‘পরিশ্রম সাফল্যের চাবিকাঠি’ – একথা সবারই জানা। লক্ষ্য নির্ধারণের পর সততা ও নিষ্ঠার সাথে সে পথে হাঁটা শুরু করুন। পরিশ্রম করতে থাকুন। একদিন না একদিন সফলতা আপনাকে ধরা দিবেই।

৩. পরিকল্পনা : লক্ষে পৌঁছতে হলে আপনাকে পরিকল্পনা মাফিক এগিয়ে যেতে হবে। জীবনে কী কী কাজ করতে চান কিংবা কী কী উদ্দেশ্য হাসিল করতে চান, সেগুলোর একটি তালিকা তৈরি করুন। সে অনুযায়ী আপনাকে কাজ করে যেতে হবে।

৬. নিজের সেরাটা দিন: জীবনের প্রতিটি ধাপে আর একটু সহজ করে বললে জীবনের ছোট বড় প্রতিটি কাজে নিজের সেরাটা দেয়া চেষ্ঠা করুন। কখনও কোন কাজকে অবহেলা করবে না।

৭. সময় নির্ধারণ: চাকরি, ব্যবসা কিংবা ফ্রিল্যান্সিং; যেটাই আপনার পেশা হোক না কেন, আপনাকে আপনার কাজের সময় নির্ধারণ করতে হবে। কাজের সময় কোন ধরনের ফাঁকি দেয়া যেমন ঠিক না, তেমনি নির্ধারণ সময়ের বাইরে মাত্রাতিক্ত কাজও সমস্যা তৈরি করতে পারে।

আরও পড়ুন : মুক্তিযুদ্ধের ১১ সেক্টরের সীমানা, সদর দপ্তর ও সেক্টর কমান্ডারদের নাম

৮. কিছু ভালো অভ্যাস গড়ুন: সকালে ঘুম থেকে ওঠা, নিয়মিত ব্যায়াম করা, স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া, মেডিটেশন করা, অন্যের উপকার করা, কারো ক্ষতি না করা, উপকারকারীর কৃতজ্ঞতা স্বীকার করা, ধর্মীয় নিয়ম মেনে জীবন-যাপন করা, দান-সদকা করাসহ এ জাতীয় ভালো কিছু অভ্যাস গড়ে তোলা।

৯. অপ্রয়োজনীয় বিষয়গুলো বাদ দিন: আপনার লক্ষ্য, সমাজ ও ধর্মের বিবেচনায় অপ্রয়োজনীয় বিষয়গুলো জীবন থেকে বাদ দিন। এগুলো আপনার সাফল্যের ক্ষেত্রে বড় অন্তরায় হয়ে দাঁড়াতে পারে।

১০. ভ্রমণ: মৌলিক প্রয়োজন না হলেও ভ্রমণ মানুষের জীবনে খুবই দরকারি একটি বিষয়। কম্পিউটারকে যেমন রিফ্রেস করে আরও সক্রিয় করা যায়, তেমনই একটু ভ্রমণ আপনার জীবনের একঘেয়েমি কাটিয়ে চাঙ্গা করে তোলে।

১১. বিশ্রাম: শরীর-মন ভালো রাখতে বিশ্রামের কোন বিকল্প নেই। তাই নিয়ম করে ঘুমান। দেখবেন প্রতিটি কাজে আরও বেশি সতেজতা অনুভব করতে পারছেন।

১২. পরিবার ও বন্ধবান্ধবকে সময় দিন।

১৩. নতুনত্বে খোঁজে থাকুন: প্রতিটি দিন একটি নতুন দিন। তাই নতুন কিছু শেখার জন্য সবসময় নিজেকে প্রস্তুত রাখবেন।

সর্বোপরি, সর্বাবস্থায় সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করুন এবং তার কাছে সাহায্য প্রার্থনা করুন।

আরও ক্যারিয়ার টিপস পেতে এখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই ধরনের আরও সংবাদ
© Current Memory 2022 - 2023
Designed by BLACK iz Limited