সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৫:২৬ পূর্বাহ্ন

জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ: হামবোল্ট রিসার্চ ফেলোশিপ

এডুকেশন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ২০৭ পঠিত
জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ: হামবোল্ট রিসার্চ ফেলোশিপ

বিদেশেী শিক্ষার্থীদের জন্য পৃথিবীর উন্নতে দেশেগুলোর মত জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। দেশটিতে কম খরচে উচ্চশিক্ষা লাভ করা যায়। তাই বিদেশী শিক্ষার্থীদের পছন্দের অন্যতম দেশে পরিণত হয়েছে জার্মানি। সেখানে সরকারি ও বেসরকারি বেশ কয়েকটি স্কলারশিপের সুবিধা রয়েছে। এর মধ্যে অন্যতম একটি হলো- হামবোল্ট রিসার্চ ফেলোশিপ। এই ফেলোশিপের মাধ্যমে আলেক্সান্ডার ভন হামবোল্ট ফাউন্ডেশন সারা বিশ্ব থেকে উচ্চ যোগ্যতাসম্পন্ন গবেষকদের খরচ বহন করে। শুধু তা-ই নয়, বিভিন্ন স্পনসরশিপ পোর্টফোলিও থেকে পৃথকভাবেও আপনার খরচ মেটানো হবে।

আবেদনের যোগ্যতা
* আবেদন করার সময় থেকে চার বছর আগ পর্যন্ত আপনার কি কোনো ডক্টরেট ডিগ্রি আছে? থাকলে পোস্ট ডক ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন।
* আবেদন করার ছয় মাসের মধ্যেও ডক্টরেট ডিগ্রি পাওয়ার সম্ভাবনা থাকলে আপনি যোগ্য বলে বিবেচিত হবেন। এর পাশাপাশি আপনার লেখা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একাডেমিক জার্নালও থাকতে হবে।
* গত ১২ বছরের মধ্যে যদি আপনার কোনো ডক্টরেট ডিগ্রি থাকে, তাহলে রিসার্চার হিসেবে আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে পাবলিকেশন রেকর্ড থাকতে হবে।
* জার্মানির জাতীয়তা থাকা যাবে না।
* ৬ থেকে ১৮ মাসের বেশি দিন জার্মানিতে থাকতেও পারবেন না।
* জার্মান ও ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।

স্কলারশিপের খবর : শতাধিক বাংলাদেশি শিক্ষার্থীকে উচ্চশিক্ষায় বৃত্তি দেবে রাশিয়া

সুযোগ-সুবিধা
* একাডেমিক ক্যারিয়ারের শুরুতে জার্মানিতে গবেষণা স্পন্সরশিপ থেকে পোস্টডক সুবিধা।
* পোস্টডক্টরাল গবেষকদের জন্য হামবোল্ট রিসার্চ ফেলোশিপ জার্মানিতে গবেষণা পরিচালনা করতে সাহায্য করবে।
* মাসিক ফেলোশিপের পরিমাণ হলো ২৬৭০ ইউরো। ফেলোশিপ ৬ থেকে ২৪ মাস পর্যন্ত স্থায়ী হতে পারে।

প্রয়োজনীয় কাগজপত্র
* সিভি
* গবেষণার রূপরেখা
* আপনার প্রকাশনার সম্পূর্ণ তালিকা
* নির্বাচিত মূল প্রকাশনার তালিকা
* মূল প্রকাশনা
* ডক্টরেট সার্টিফিকেট বা প্রমাণ যে আপনার ডক্টরেট সফলভাবে সম্পন্ন হয়েছে বা নিশ্চিতকরণ যে, এটি পরবর্তী ৬ মাসের মধ্যে শেষ হবে।
* জার্মান ভাষার প্রশংসাপত্র

আরও পড়ুন : পিএইচডিতে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে সিঙ্গাপুর সরকার

লক্ষণীয় বিষয়
যেহেতু সারা বিশ্বের অসংখ্য গবেষক এই ফেলোশিপ পাওয়ার জন্য আবেদন করেন, তাই নির্ধারিত সময়ের আগেই আপনার পূরণকৃত আবেদনপত্র, প্রয়োজনীয় নথি পাঠিয়ে দিন। আবেদন-প্রক্রিয়া সাধারণত ৪ থেকে ৮ মাসের মধ্যে সম্পন্ন করা হয়। অসম্পূর্ণ বা ভুল আবেদনপত্রগুলো প্রক্রিয়া করতে বেশি সময় নেয়। তাই কোনো ভুল করা যাবে না।

জার্মানিতে উচ্চশিক্ষায় হামবোল্ট রিসার্চ ফেলোশিপের প্রয়োজনীয় তথ্য
* আপনার আবেদনপত্র গ্রহণ করা হলে আপনি নির্বাচিত হওয়ার ২ থেকে ১২ মাসের মধ্যে আপনার ফেলোশিপ শুরু করতে পারবেন। আর আপনার আবেদন ব্যর্থ হলে, তারা তাদের সিদ্ধান্তের কারণগুলো আপনাকে ই-মেইল করে দেবে। নির্বাচিত হওয়ার সাধারণত প্রায় ৫ সপ্তাহ পরে আপনি এবং আপনার হোস্ট আপনার আবেদনের ফলাফলসহ একটি চিঠি পাবেন।
* ফলাফলে সন্তুষ্ট না হলেও সিদ্ধান্ত আপিল করা যাবে না। তবে যেসব কারণে বাদ পড়েছেন, সেই সব বিষয়ে উন্নতি করে আবারও আবেদন করতে পারবেন। কিন্তু পুনরায় আবেদন করার আগে ন্যূনতম ১৮ মাস অপেক্ষা করতে হবে।

আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২২।

জার্মানির হামবোল্ট রিসার্চ ফেলোশিপ সংক্রান্ত আরও তথ্য পেতে ও আবেদন করতে এই লিংকে প্রবেশ করুন : https://www.humboldt-foundation.de/en/apply/sponsorship-programmes/humboldt-research-fellowship#h12172/

বিদেশে উচ্চশিক্ষার সব খবর পেতে এখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই ধরনের আরও সংবাদ
© Current Memory 2022 - 2023
Designed by BLACK iz Limited