সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৫:২৪ পূর্বাহ্ন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম

কারেন্ট মেমোরি ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ২৯৩ পঠিত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম । সাহিত্য, সংগীত ও চলচ্চিত্র অঙ্গনের পাশাপাশি সাংবাদিকতায়ও ছিলো তাঁর অবাধ বিচরণ। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, গায়ক, চলচ্চিত্রকার ও অভিনেতা ছিলেন। আজ জানবো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জানা-অজানা সব তথ্য…

জন্ম : ১৮৯৯ সালের ২৪ মে (বাংলা: ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ), ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের ‘চুরুলিয়া’ গ্রামে।
পিতা : কাজী ফকির আহমদ
মাতা : জাহেদা খাতুন
মৃত্যু : ২৯ আগস্ট, ১৯৭৬ (১২ ভাদ্র, ১৩৮৩ বাংলা)।

ডাক নাম : দুখু মিঞা
ছদ্মনাম : ধূমকেতু, নুরু, নরু, তারাক্ষ্যাপা, নজরুল, মোহম্মদ লোক হাসান, বাগনান ও কহ্লন মিশ্র। মোট ৮টি।

আধুনিক গানের জগতে কাজী নজরুল ইসলাম বুলবুল নামে পরিচিত।
বাংলা সাহিত্যের ইতিহাসে কবি নজরুল ইসলাম বিদ্রোহী কবি নামে খ্যাত।

আরও পড়ুন : কবি ফররুখ আহমদ সম্পর্কিত জানা-অজানা তথ্য

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রথম রচনাবলী

রচনা ও গল্প : বাউন্ডুলের আত্মকাহিনী (১৯১৯)। প্রকাশিত হয় ‘সওগাত’ পত্রিকায়।
প্রকাশিত গ্রন্থ/গল্পগ্রন্থ : ব্যথার দান (১৯২২)।

কবিতা : মুক্তি।
কাব্যগ্রন্থ : অগ্নিবীণা (১৯২২)।

উপন্যাস: বাঁধনহারা (১৯২৭)

প্রবন্ধ : তুর্ক মহিলার ঘোমটা খোলা।
প্রবন্ধ গ্রন্থ: যুগবানী (১৯২২)।

নাট্যগ্রন্থ: ঝিলিমিলি (১৯৩০)।

সঙ্গীত গ্রন্থ : বুলবুল (১ম খন্ড-১৯২৮, ২য় খন্ড-১৯৫২)

কবি কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা ৩টি। নবযুগ (১৯২০), ধূমকেতু (১৯২২) ও লাঙল (১৯২৫)।

কারাবরণ : ১৯২২ সালে ‘আনন্দময়ীর আগমনে’ ও ‘বিদ্রোহীর কৈফিয়ত’ নামক কবিতা ধুমকেতু পত্রিকায় প্রকাশের জন্য ১ বছর এবং ‘প্রলয় শিখা’র জন্য ৬ মাস কারাবরণ করেন।

উল্লেখযোগ্য কবিতাসমূহ- অগ্নিবীণা (১৯২২), নতুন চাঁদ (১৯৩৯), মরুভাস্কর (১৯৫১), সঞ্চয়ন (১৯৫৫), সঞ্চিতা (১৯২৫), ফনীমনসা (১৯২৭), চক্রবাক (১৯২৯), সাতভাই চম্পা (১৯৩৩), নির্ঝর (১৯৩৯) ইত্যাদি।

‘বিদ্রোহী’ কবিতাটি কবি নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত।

কাজী নজরুল ইসলামের ‘সঞ্চিতা’ কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন। এটি বিভিন্ন কাব্যের বাছাইকৃত কবিতা সংকলন। প্রকাশিত হয় ১৯২৮ সালে।

 সর্বশেষ চাকরির খবর জানতে ক্লিক করুন এখানে

১৮৯৯ সালে জন্মগ্রহন করা আরেক বাঙালী কবি জীবনানন্দ দাশ।

কাজী নজরুল ইসলামকে কোলকাতা থেকে স্বপরিবারে স্থায়ীভাবে ১৯৭২ সালের ২৪ মে ঢাকায় নিয়ে আসা হয়। ১৯৭২ সালের ২৪ মে তাকে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা প্রদান করা হয়। ১৯৭৬ সালে তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর কবি নজরুলকে সম্মানসূচক ডি লিট ডিগ্রি প্রদান করে।

কবি নজরুল ইসলাম ৩৪ বছর (১৯৪২ সালের জুলাই থেকে ১৯৭৬ সালের আগস্ট পর্যন্ত) অসহনীয় নির্বাক জীবন অতিবাহিত করেন।

⇒ চাকরির প্রস্তুতির জন্য এ জাতীয় সকল তথ্য পেতে এখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই ধরনের আরও সংবাদ
© Current Memory 2022 - 2023
Designed by BLACK iz Limited