সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৫:২৩ পূর্বাহ্ন

ফ্রান্সে ফুল ফান্ডেড স্কলারশিপ, নেই কোন বয়সের বাঁধা

রিপোর্টারঃ
  • প্রকাশিতঃ রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৮ পঠিত
ফ্রান্সে ফুল ফান্ডেড স্কলারশিপ, নেই কোন বয়সের বাঁধা
ফ্রান্সে ফুল ফান্ডেড স্কলারশিপ, নেই কোন বয়সের বাঁধা

ফ্রান্সের প্যারিস ইনস্টিটিউট অব পলিটিক্যাল স্টাডিজের অধীন এমিল বাউটমি সংস্থার অর্থায়নে ২ বছর মেয়াদী মাস্টার্স প্রোগ্রামে ফুল ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে। এটি ইংরেজি এবং ফ্রেঞ্চ উভয় ভাষায় পরিচালিত হবে। আবেদন করবার ক্ষেত্রে বয়সের কোন বাঁধা নেই।

প্রোগ্রাম: মাস্টার্স (২ বছর মেয়াদী)।
আবেদন শেষ তারিখ: ১ ডিসেম্বর, ২০২৪।
সেশন: সেপ্টেম্বর, ২০২৫।

আবেদনের যোগ্যতা
১. স্নাতক ডিগ্রীধারী হতে হবে।
২. ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণে আইএলটিএস একাডেমিক ওভারঅল ব্যান্ডস্কোর ৭.০ অথবা মিডিয়াম অব ইন্সট্রাকশনের সনদ থাকতে হবে।
৩. আবেদনকারীর প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুন: বিদেশে স্কলারশিপ নিয়ে পড়তে প্রস্তুতি নেবেন যেভাবে

যেসব বিষয়ে আবেদন করা যাবে
1. International Security
2. International Development
3. International Economic Policy
4. International Energy
5. Human Rights and Humanitarian Action
6. Environmental policy
7. International Governance and Diplomacy
8. Finance
9. Communication
10. Economics and Public Policy
11. Management and Public Affairs
12. Cultural Policy & Management
13. Digital, New Technology & Public Policy
14. Energy, Environment & Sustainability
15. Global Health
16. Politics and Public Policy
17. Social Policy & Social Innovation
18. International Governance and Diplomacy
19. Master in Economics
20. Environmental Policy
21. Journalism
22. Political Science
23. Master in Sociology
24. Master’s in History
25. Urban Planning

এই স্কলারশিপে যা যা পাওয়া যাবে
১. এই স্কলারশিপের আওতায় বিনাবেতনে পড়াশুনা করবার সুযোগ রয়েছে। তবে শিক্ষার্থীর জীবনযাত্রার ব্যয় নিজেকেই বহন করতে হবে।

আবেদনের জন্য যা যা লাগবে
১. একাডেমিক পেপারস।
২. রেফারেন্স লেটার তিনটি। দুইটি লেটার ইউনিভার্সিটির শিক্ষক থেকে নিতে হবে, অপরটি ওয়ার্কপ্লেসের কোন সিনিয়র অফিসার থেকে।
৩. আবেদনকারীর সিভি।
৫. পাসপোর্ট।
৬. স্টেটমেন্ট অব পারপাস।
৭. আইএলটিএস (একাডেমিক)/মিডিয়াম অব ইন্সট্রাকশনের সনদ।
৮. আবেদন ফি ১৬০ ইউরো (অফেরতযোগ্য)।
৯. অন্যান্য পেপারস (যদি থাকে)।

আবেদনসহ এ বিষয়ে আরও জানতে ভিজিট করুন: https://www.sciencespo.fr/students/en/fees-funding/bursaries-financial-aid/emile-boutmy-scholarship/

 স্কলারশিপের আরও তথ্য জানতে এখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই ধরনের আরও সংবাদ
© Current Memory 2022 - 2023
Designed by BLACK iz Limited