সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৩:২৮ পূর্বাহ্ন

বাংলাদেশের জাতীয় সঙ্গীত সম্পর্কিত সকল তথ্য

কারেন্ট মেমোরি ডেস্ক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৭৭৩ পঠিত
বাংলাদেশের জাতীয় সঙ্গীত সম্পর্কিত সকল তথ্য
বাংলাদেশের জাতীয় সঙ্গীত সম্পর্কিত সকল তথ্য

প্রত্যেকটি স্বাধীন দেশের একটি জাতীয় সঙ্গীত থাকে। তেমনি বাংলাদেশেরও আছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘আমার সোনার বাংলা’ গানের প্রথম দশ লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃত।

আজ জাননো বাংলাদেশের জাতীয় সঙ্গীত সম্পর্কিত সকল তথ্য-

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি।
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি।।
ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে,
মরি হায়, হায় রে-
ও মা, অঘ্রাণে তোর ভরা ক্ষেতে আমি কী দেখেছি মধুর হাসি।।

কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো-
কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে।
মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মত,
মরি হায়, হায় রে-
মা, তোর বদনখানি মলিন হলে, ও মা, আমি নয়নজলে ভাসি।।

– রবীন্দ্রনাথ ঠাকুর

My Bengal of gold, I love you
Forever goes skies your air set my heart in tune as if it were a flute.
In Spring, Oh mother mine, the fragrance from your mango-groves makes me wild with joy
Ah, what a thrill !
In Autumn, Oh mother mine,
in the full blossomed paddy fields,
I have seen spread all over sweet smiles!

Ah, what a beauty, what shades, what an affection and what a tenderness!
What a quilt have you spread at the feet of banyan trees and along the banks of rivers!
Oh mother mine, words from your lips are like
Nectar to my ears!
Ah, what a thrill!
If sadness, Oh mother mine, casts a gloom on your face my eyes are filled with tears!

—Translate by Syed Ali Ahshan.

জাতীয় সঙ্গীত সম্পর্কিত প্রশ্নোত্তর

বাংলাদেশের জাতীয় সঙ্গীতের প্রথম লাইন কী?
— ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’।
আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে?
— রবীন্দ্রনাথ ঠাকুর।
‘আমার সোনার বাংলা’ গানটির সুরকার কে?
— রবীন্দ্রনাথ ঠাকুর।

জাতীয় সঙ্গীত কোথা থেকে সংগৃহীত হয়েছে?
— রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমার সোনার বাংলা’ নামক কবিতা থেকে।
‘আমার সোনার বাংলা’ কবিতার কতটুকু বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে?
— প্রথম ১০টি চরণ।
প্রথম কবে ‘আমার সোনার বাংলা’ প্রকাশিত হয়?
— ১৯০৫ সালে (বাংলা ১৩১২ সালে)।
কোন পত্রিকায় সর্বপ্রথম এটি প্রকাশিত হয়?
— ‘বঙ্গদর্শন’ পত্রিকায়।
‘আমার সোনার বাংলা’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থের অন্তর্ভুক্ত?
— স্বরবিতান ৪৬-এর গীতিবিতানের ‘স্বদেশ’ শীর্ষক প্রথম গীতি।
‘আমার সোনার বাংলা’ কবিতাটিতে কয়টি চরণ আছে?
— ২৫টি চরণ।

আরও পড়ুন : বাংলাদেশের জাতীয় পতাকার আদ্যেপান্ত

উৎসব অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের কয়টি চরণ বাজানো হয়?
— প্রথম চার চরণ।
বাংলাদেশে ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয় কবে?
— ৩ মার্চ ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে।
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে জাতীয় সঙ্গীত গাওয়া হয় কবে?
— ৭ মার্চ ১৯৭১ সালে রেসকোর্স ময়দানে।
বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক কে?
— সৈয়দ আলী আহসান।

জাতীয় সঙ্গীত রচনার প্রেক্ষিত অনুযায়ী এটি পূর্ববঙ্গের পৃথক ও স্বাধীন সত্তার প্রতীক না উভয় বাংলাকে একভূত করার প্রতীক?
— পূর্ব ও পশ্চিম বাংলাকে একীভূত করার প্রতীক।
জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে?
— গ্রাম বাংলার প্রকৃতির কথা।

সংবিধানের জাতীয় সঙ্গীতরূপে ‘আমার সোনার বাংলা’ ঘোষিত হয়েছে কত অনুচ্ছেদে?
— ৪.১ অনুচ্ছেদে।
২০০৬ সালে বিবিসির শ্রোতা জরিপে শ্রেষ্ঠ বাংলা গান নির্বাচিত হয় কোনটি?
— বাংলাদেশের জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা’।

⇒ চাকরির প্রস্তুতির জন্য এ জাতীয় সকল তথ্য পেতে এখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই ধরনের আরও সংবাদ
© Current Memory 2022 - 2023
Designed by BLACK iz Limited