বাংলাদেশসহ যেকোন দেশের শিক্ষার্থীদের জন্য পিএইচডিতে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে সিঙ্গাপুর সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের দেয়া হবে উপবৃত্তি।
সিঙ্গা অ্যাওয়ার্ডের (সিঙ্গাপুর সরকারি স্কলারশিপ) আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। প্রতি মাসে শিক্ষার্থীদের উপবৃত্তি হিসেবে দেওয়া হবে প্রায় ২ হাজার ৫০০ সিঙ্গাপুর ডলার। বিমানে আসা-যাওয়ার খরচ বাবদ ১ হাজার ৫০০ সিঙ্গাপুর ডলার দেওয়া হবে।
এছাড়াও দেওয়া হবে এককালীন আবাসন ভাতা, মেডিকেল ইন্স্যুরেন্সের সুবিধাসহ অন্যান্য সুবিধা।
এ স্কলারশিপ হলো- এজেন্সি ফর সায়েন্স, টেকনোলজি অ্যান্ড রিসার্চ, নানয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর এবং সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইনের মধ্যে একটি সহযোগিতা। এর মাধ্যমে বিজ্ঞান ও প্রকৌশল বিষয়গুলো নিয়ে সিঙ্গাপুর বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি করতে পারবেন শিক্ষার্থীরা।
আবেদনের যোগ্যতা : ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তরে ভালো ফলধারী হতে হবে।
আবেদনের লিংক : https://www.a-star.edu.sg/Scholarships/for-graduate-studies/singapore-international-graduate-award-singa
আবেদনের শেষ সময় : ১ ডিসেম্বর ২০২২।