আজ ২২ অক্টোবর, দেশে পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৪। সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে হলে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি আইনের প্রয়োগ ও আইন মেনে চলতে সবাইকে উদ্বুদ্ধ করতে জাতীয়ভাবে দিবসটি পালন করা হচ্ছে। আসুন আজকে নিরাপদ সড়ক দিবস-এর আদ্যোপান্ত জেনে নেই …
দিবসের নাম: জাতীয় নিরাপদ সড়ক দিবস।
প্রতিপাদ্য: ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার। (২০২৪ সালের জন্য)
দিবস পালনের দিন: ২২ অক্টোবর।
আরও জানুন : বিশ্ব খাদ্য দিবসের আদ্যোপান্ত
ইতিহাস: ১৯৯৩ সালের ২২ অক্টোবর বান্দরবানে শুটিংয়ে থাকা স্বামী ইলিয়াস কাঞ্চনের কাছে যাওয়ার পথে চট্টগ্রামের অদূরে চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত হন জাহানারা কাঞ্চন। সেই থেকে নিরাপদ সড়কের জন্য আন্দোলন করে আসছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। ‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ এই স্লোগান নিয়ে গড়ে তুলেন সামাজিক সংগঠন-নিরাপদ সড়ক চাই (নিসচা)। নিসচার পক্ষ থেকে প্রতিবছর ২২ অক্টোবরকে নিরাপদ সড়ক দিবস হিসেবে পালনের দাবি জানানো হয়। নিরাপদ সড়ক চাই (নিসচা) দীর্ঘ ২৩ বছর ধরে সড়ককে নিরাপদ করার লক্ষ্যে আন্দোলন করে আসছে। এই আন্দোলেনের ধারাবাহিকতায় ২০১৭ সাল থেকে দিবসটি জাতীয়ভাবে পালিত হয়ে আসছে।
দিবসটি সম্পর্কিত আরও তথ্য :
⇒ লেখাপড়া ও চাকরি সংশ্লিষ্ট সাম্প্রতিক সকল তথ্য পেতে এখানে ক্লিক করুন