শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৮:০২ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করবেন যেভাবে

এডুকেশন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ৬৭৯ পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করতে পারবে অন্যরাও

প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের জন্য পিএইচডি করার সুযোগ দেওয়া হচ্ছে।বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে প্রাপ্ত সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানানো হয়েছে জানুয়ারি থেকে জুন সেশনে পিএইচডি করতে যা যা লাগবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে আবেদনকারী প্রার্থীকে এমফিল পাস অথবা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর মেয়াদি স্নাতক ও এক বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রি কিংবা তিন বছর মেয়াদি স্নাতক ও এক বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করতে হবে।

প্রার্থীকে সকল পরীক্ষায় কমপক্ষে ২য় বিভাগ/শ্রেণীসহ নূন্যতম ৫০% নম্বর প্রাপ্ত হতে হবে। এছাড়া সকল পরীক্ষায় সিজিপিএ ৫-এর মধ্যে ৩.৫ অথবা সিজিপিএ ৪-এর মধ্যে ৩ প্রাপ্ত হতে হবে।

প্রার্থীদের স্বীকৃতমানের জার্নালে প্রকাশিত কমপক্ষে ২টি গবেষণা প্রবন্ধ থাকতে হবে। কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ ও বিজনেস স্টাডিজ অনুষদের ক্ষেত্রে একক নামে অন্তত একটি গবেষণা প্রকাশনা থাকতে হবে।

প্রার্থীকে তিন বছর মেয়াদি স্নাতক এবং এক বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রির ক্ষেত্রে অবশ্যই স্নাতক পর্যায়ে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে কমপক্ষে ২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। কিংবা কোন স্বীকৃতমানের গবেষণা প্রতিষ্ঠানে কমপক্ষে ২ বছরের গবেষণা সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত বা আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কমপক্ষে ২ বছরের চাকুরির অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুন : জাতীয় বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে কর্মমুখী ১২ পিজিডি কোর্স

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://du.ac.bd) গিয়ে আবেদন ফরম পূরণ করা যাবে। যথাযথভাবে আবেদনপত্র পূরণ করে সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালকের অফিসে জমা দিতে হবে।

আবেদনপত্র পূরণ করে জনতা ব্যাংক টিএসসি শাখায় এক হাজার টাকা জমা রশিদের মূলকপি, সকল পরীক্ষার নম্বরপত্রের ফটোকপি ও সম্প্রতি তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক/বিভাগের চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালক কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে। এছাড়া গবেষণার একটি রূপরেখাও জমা দিতে হবে।

বিদেশ থেকে অর্জিত ডিগ্রির সমতা নিরূপণ করে ভর্তির আবেদন করতে হবে। কোন তথ্য গোপন বা ভুল দিলে প্রার্থীর ভর্তি বাতিল বলে গণ্য হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও তথ্য

⇒ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করতে পারবে অন্যরাও

দেশের যে কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারীরা এই প্রোগ্রামে সরাসরি ভর্তি হতে পারবেন না। এক্ষেত্রে প্রার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমফিল প্রোগ্রামে ভর্তি হতে হবে।

বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি সম্পন্ন করে থাকলে আবেদনপত্র সংগ্রহের পূর্বে অর্জিত ডিগ্রির সমতা নিরূপণের জন্য সংশ্লিষ্ট কমিটির কাছে দরখাস্ত করতে হবে। বিস্তারিত জানতে এমফিল-পিএইচডি শাখায় যোগাযোগ করা যাবে।

 লেখাপড়া সংক্রান্ত সকল তথ্য পেতে এখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই ধরনের আরও সংবাদ
© Current Memory 2022 - 2023
Designed by BLACK iz Limited