শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৭:৫০ পূর্বাহ্ন

ডেঙ্গু জ্বরের লক্ষণ ও করণীয়

রকমারি ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ১৭১ পঠিত
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও করণীয়

দেশে মহামারী করোনার চেয়ে ভয়ংকর রূপ নিয়েছে ডেঙ্গু জ্বর। প্রতিনিয়ত এতে অনেক মানুষ আক্রান্ত হচ্ছে। সম্প্রতি সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধিনস্ত স্বাস্থ্য অধিদপ্তরের এম আই এস’র পক্ষ থেকে ডেঙ্গু জ্বরের লক্ষণ ও করণীয় বিষয়ে কিছু নির্দেশনা দেয়া হয়েছে। সেগুলো পাঠকদের জন্য তুলে তরা হলো-

ডেঙ্গু একটি মশাবাহিত ভাইরাল রোগ যা সাম্প্রতিক বছরগুলিতে দেশের সকল অঞ্চল-গুলোতে দ্রুত ছড়িয়ে পড়েছে। ডেঙ্গু ভাইরাস সংক্রামিত হয় মূলত অ্যাডিস এজিপ্টি প্রজাতির মশা দ্বারা। এই মশা চিকুনগুনিয়া, হলুদ জ্বর এবং জিকা সংক্রমণও সংক্রমণ করে।

সাধারণ লক্ষণসমূহ
⊗ মাথা ব্যথা
⊗ চোখের পিছনে ব্যথা
⊗ সর্দি / কাশি / গলা ব্যথা
⊗ চোখ লাল হয়ে যাওয়া
⊗ সারা শরীর লাল হয়ে যাওয়া বা র‌্যাস ওঠা
⊗ গলায় ব্যথা হওয়া
⊗ খাবারে অরুচি
⊗ পাতলা পায়খানা
⊗ শরীরে প্রচন্ড ব্যথা
⊗ বমি বমি ভাব / বমি
⊗ মাংসপেশিতে ব্যথা
⊗ হাড়ে ব্যথা
⊗ হাড়ের সংযোগস্থানে ব্যথা

ডেঙ্গু জ্বরের সাধারণ লক্ষণসমূহ দেখা দিলে করণীয় : সাধারণ লক্ষণসমূহের যেকোন ২টি দেখা দিলে হসপিটালের বহির্বিভাগে দেখা করবেন। অর্থ্যাৎ ডাক্তারের শরণাপন্ন হতে হবে।

বিপদজনক লক্ষণসমূহ
⊗ অস্থিরতা/বিটরিটে ভাব
⊗ বসা থেকে দাঁড়ালে চোখে অন্ধকার দেখা বা মাথা ঘুরানো
⊗ নাক / দাঁতের গোড়া/ মুখ দিয়ে রক্ত পড়া
⊗ বমি, কাশি, প্রস্রাব, পায়খানার সাথে রক্ত পড়া
⊗ স্বল্প সময়ের মধ্যে প্লাটিলেট কমে যাওয়া < ১০০০০০
⊗ বার বার বমি হওয়া (ঘন্টায় ৩ বার অথবা ৬ ঘন্টায় ৪ বার)
⊗ শরীর প্রচন্ড দুর্বল / নিস্তেজ হয়ে যাওয়া
⊗ তীব্র পেট ব্যথা
⊗ অতিরিক্ত মাসিকজনিত রক্তক্ষণ / সময়ের পূর্বেই মাসিক শুরু হয়ে যাওয়া
⊗ শরীরের তাপমাত্রা অস্বাভাবিক ঠান্ডা হয়ে যাওয়া
⊗ লিভার বড় হয়ে যাওয়া
⊗ হেমাটোক্রিট বেড়ে যাওয়া > ১০%

ডেঙ্গু জ্বরের বিপদজনক লক্ষণসমূহ দেখা দিলে করণীয় : বিপদজনক লক্ষণসমূহ যেকোন ১টি দেখা দিলে হসপিটালে ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করবেন। অর্থ্যাৎ দ্রুত হাসপাতালে ভর্তি হতে হবে।

সরকারিভাবে দিন-রাত ২৪ ঘন্টা ডাক্তারের পরামর্শ বা চিকিৎসা সেবা পেতে কল করুন স্বাস্থ্য বাতায়নের ১৬২৬৩ নম্বরে।

এ ধরনের সকল প্রয়োজনীয় তথ্য পেতে এখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই ধরনের আরও সংবাদ
© Current Memory 2022 - 2023
Designed by BLACK iz Limited