দেশে মহামারী করোনার চেয়ে ভয়ংকর রূপ নিয়েছে ডেঙ্গু জ্বর। প্রতিনিয়ত এতে অনেক মানুষ আক্রান্ত হচ্ছে। সম্প্রতি সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধিনস্ত স্বাস্থ্য অধিদপ্তরের এম আই এস’র পক্ষ থেকে ডেঙ্গু জ্বরের লক্ষণ ও করণীয় বিষয়ে কিছু নির্দেশনা দেয়া হয়েছে। সেগুলো পাঠকদের জন্য তুলে তরা হলো-
ডেঙ্গু একটি মশাবাহিত ভাইরাল রোগ যা সাম্প্রতিক বছরগুলিতে দেশের সকল অঞ্চল-গুলোতে দ্রুত ছড়িয়ে পড়েছে। ডেঙ্গু ভাইরাস সংক্রামিত হয় মূলত অ্যাডিস এজিপ্টি প্রজাতির মশা দ্বারা। এই মশা চিকুনগুনিয়া, হলুদ জ্বর এবং জিকা সংক্রমণও সংক্রমণ করে।
সাধারণ লক্ষণসমূহ
⊗ মাথা ব্যথা
⊗ চোখের পিছনে ব্যথা
⊗ সর্দি / কাশি / গলা ব্যথা
⊗ চোখ লাল হয়ে যাওয়া
⊗ সারা শরীর লাল হয়ে যাওয়া বা র্যাস ওঠা
⊗ গলায় ব্যথা হওয়া
⊗ খাবারে অরুচি
⊗ পাতলা পায়খানা
⊗ শরীরে প্রচন্ড ব্যথা
⊗ বমি বমি ভাব / বমি
⊗ মাংসপেশিতে ব্যথা
⊗ হাড়ে ব্যথা
⊗ হাড়ের সংযোগস্থানে ব্যথা
ডেঙ্গু জ্বরের সাধারণ লক্ষণসমূহ দেখা দিলে করণীয় : সাধারণ লক্ষণসমূহের যেকোন ২টি দেখা দিলে হসপিটালের বহির্বিভাগে দেখা করবেন। অর্থ্যাৎ ডাক্তারের শরণাপন্ন হতে হবে।
বিপদজনক লক্ষণসমূহ
⊗ অস্থিরতা/বিটরিটে ভাব
⊗ বসা থেকে দাঁড়ালে চোখে অন্ধকার দেখা বা মাথা ঘুরানো
⊗ নাক / দাঁতের গোড়া/ মুখ দিয়ে রক্ত পড়া
⊗ বমি, কাশি, প্রস্রাব, পায়খানার সাথে রক্ত পড়া
⊗ স্বল্প সময়ের মধ্যে প্লাটিলেট কমে যাওয়া < ১০০০০০
⊗ বার বার বমি হওয়া (ঘন্টায় ৩ বার অথবা ৬ ঘন্টায় ৪ বার)
⊗ শরীর প্রচন্ড দুর্বল / নিস্তেজ হয়ে যাওয়া
⊗ তীব্র পেট ব্যথা
⊗ অতিরিক্ত মাসিকজনিত রক্তক্ষণ / সময়ের পূর্বেই মাসিক শুরু হয়ে যাওয়া
⊗ শরীরের তাপমাত্রা অস্বাভাবিক ঠান্ডা হয়ে যাওয়া
⊗ লিভার বড় হয়ে যাওয়া
⊗ হেমাটোক্রিট বেড়ে যাওয়া > ১০%
ডেঙ্গু জ্বরের বিপদজনক লক্ষণসমূহ দেখা দিলে করণীয় : বিপদজনক লক্ষণসমূহ যেকোন ১টি দেখা দিলে হসপিটালে ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করবেন। অর্থ্যাৎ দ্রুত হাসপাতালে ভর্তি হতে হবে।
সরকারিভাবে দিন-রাত ২৪ ঘন্টা ডাক্তারের পরামর্শ বা চিকিৎসা সেবা পেতে কল করুন স্বাস্থ্য বাতায়নের ১৬২৬৩ নম্বরে।
⇒ এ ধরনের সকল প্রয়োজনীয় তথ্য পেতে এখানে ক্লিক করুন