সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৩:২২ পূর্বাহ্ন

জাতীয় সংবিধান দিবস

কারেন্ট মেমোরি ডেস্ক
  • প্রকাশিতঃ শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৩১৪ পঠিত
জাতীয় সংবিধান দিবস

আজ ৪ নভেম্বর, বাংলাদেশের জাতীয় সংবিধান দিবস। স্বাধীনতার ৫০ বছর পর আজ প্রথমবারের মতো দেশে রাষ্ট্রীয়ভাবে পালন হচ্ছে ‘জাতীয় সংবিধান দিবস’। আসুন জাতীয় সংবিধান দিবস সংক্রান্ত সকল তথ্য জেনে নেই…

দিবসের নাম : জাতীয় সংবিধান দিবস।

দিবস পালনের দিন : প্রতিবছর ৪ নভেম্বর।

ইতিহাস : স্বাধীনতা লাভের পর ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত। এই দিনটিকে স্বরণীয় করে রাখতে চলতি বছর থেকে রাষ্ট্রীয়ভাবে এই দিবসটি পালন করা হচ্ছে।

আরও পড়ুন : ৩ নভেম্বর জেলহত্যা দিবস

জাতীয় সংবিধান দিবস সম্পর্কিত আরও তথ্য :

* এখন থেকে ৪ নভেম্বর ‘জাতীয় সংবিধান দিবস’ হিসেবে ‘ক’ ক্রমিকে পালিত হবে।

* বাংলাদেশের সংবিধান কার্যকর করা হয় ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর।

* সংবিধান প্রণয়নের উদ্দেশে ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে সভাপতি করে ৩৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। একই বছরের ১৭ এপ্রিল থেকে ৩ অক্টোবর পর্যন্ত এই কমিটি বিভিন্ন পর্যায়ে বৈঠক করে। জনগণের মতামত সংগ্রহের জন্য মতামত আহ্বান করা হয়। সংগৃহীত মতামত থেকে ৯৮টি সুপারিশ গ্রহণ করা হয়।

* ১৯৭২ সালের ১২ অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে খসড়া সংবিধান বিল আকারে উত্থাপন করা হয়।

গণপরিষদে সংবিধানের ওপর বক্তব্য রাখতে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, ‘এই সংবিধান শহীদের রক্তে লিখিত, এ সংবিধান সমগ্র জনগণের আশা-আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক হয়ে বেঁচে থাকবে।’

* মূল সংবিধান ইংরেজি ভাষায় রচিত হয় এবং একে বাংলায় অনুবাদ করা হয়। তাই এটি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় বিদ্যমান। তবে ইংরেজি ও বাংলার মধ্যে অর্থগত বিরোধ দৃশ্যমান হলে বাংলা রূপ অনুসরণীয় হবে।

* সংবিধান লেখার পর, এর বাংলা ভাষারূপ পর্যালোচনার জন্য ড. আনিসুজ্জামানকে আহবায়ক, সৈয়দ আলী আহসান এবং মযহারুল ইসলামকে ভাষা বিশেষজ্ঞ হিসেবে একটি কমিটি গঠন করে পর্যালোচনার ভার দেয়া হয়। গণপরিষদ ভবন, যা বর্তমানে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন, সেখানে সংবিধান প্রণয়ন কমিটির বৈঠকে সহযোগিতা করেন ব্রিটিশ আইনসভার খসড়া আইন-প্রণেতা আই গাথরি।

* সংবিধান ছাপাতে ১৪ হাজার টাকা ব্যয় হয়েছিলো।

* সংবিধান অলংকরণের জন্য পাঁচ সদস্যের কমিটি করা হয়, যার প্রধান ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। এই কমিটির সদস্য ছিলেন শিল্পী হাশেম খান, জনাবুল ইসলাম, সমরজিৎ রায় চৌধুরী ও আবুল বারক আলভী।

* বাংলাদেশের সংবিধান এখন পর্যন্ত সর্বমোট ১৭ বার সংশোধিত হয়েছে।

 লেখাপড়া ও চাকরি সংশ্লিষ্ট সাম্প্রতিক সকল তথ্য পেতে এখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই ধরনের আরও সংবাদ
© Current Memory 2022 - 2023
Designed by BLACK iz Limited