সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৩:২২ পূর্বাহ্ন

গুসি শান্তি পুরস্কার পেয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি

কারেন্ট মেমোরি ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ২৭০ পঠিত
গুসি শান্তি পুরস্কার পেয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি

চলতি বছর এশিয়ার নোবেল প্রাইজখ্যাত গুসি শান্তি পুরস্কার পেয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি । পাবলিক সার্ভিস ও ডিপ্লোম্যাসিতে (জনসেবা ও কূটনীতি) অবদান রাখায় তিনি এই পুরস্কার পেয়েছেন। ২৪ নভেম্বর বৃহস্পতিবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এ পুরস্কার গ্রহণ করেন তিনি।

পুরস্কারের নাম : গুসি শান্তি পুরস্কার
পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি : ডা. দীপু মনি (বাংলাদেশ) । এছাড়া চীন, অস্ট্রেলিয়া, ব্রাজিল, ভারত, ইতালি, লিথুয়ানিয়া, জাপান, মালয়েশিয়া, নরওয়ে, মিয়ানমার, সৌদি আরব, স্পেন ও ফিলিপাইনের আরও ১৩ জনকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

আরও পড়ুন : ৩৯ মাস বয়স ছাড় পাচ্ছেন ব্যাংকের চাকরিপ্রার্থীরা

পুরস্কার প্রদানকারী : ফিলিপাইনের ম্যানিলার গুসি পিস প্রাইজ ফাউন্ডেশন।
পুরস্কার প্রদানের সময় : পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি প্রতি বছর নভেম্বরের চতুর্থ বুধবার আন্তর্জাতিক বন্ধুত্ব দিবসে অনুষ্ঠিত হয়।

◊ ২০০২ সালে প্রথম এই পুরস্কারটি প্রদান করা হয়।
◊ বিশ্ব শান্তি এবং অগ্রগতিতে অবদান রাখার জন্য এ পুরস্কারটি প্রদান করা হয়।

 লেখাপড়া ও চাকরি সংশ্লিষ্ট সাম্প্রতিক সকল তথ্য পেতে এখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই ধরনের আরও সংবাদ
© Current Memory 2022 - 2023
Designed by BLACK iz Limited