কুয়েতে অনুষ্ঠিত ১১তম আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় তৃতীয় হয়েছেন বাংলাদেশি হাফেজ আবু রাহাত। দেশটির আমির নওয়াফ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহর তত্ত্বাবধানে আয়োজিত এ প্রতিযোগিতায় বয়সভিত্তিক গ্রুপ অনূর্ধ্ব-১৩-তে তিনি অংশগ্রহণ করেন।
কুয়েতের সালমিয়া রেজেন্সি হোটেলে গত ১২ অক্টোবর এই প্রতিযোগিতা শুরু হয়। এতে ১১৭টি দেশের হাফেজগণ অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ৫ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। ১৯ অক্টোবর বুধবার সকাল ১০টায় ফলাফল ঘোষণা করা হয়। দেশটির ধর্ম মন্ত্রণালয় থেকে বিজয়ীদের নগর অর্থ ও সম্মাননা দেওয়া হয়।
হাফেজ আবু রাহাত ছাড়া বিজয়ী অপর ৪ জন হলেন- প্রথম স্থানজয়ী কেনিয়ার হাফেজ আব্দুর রহমান মুছা আব্দুল্লাহ, দ্বিতীয় ঘানার হাফেজ আব্দুস সামাদ আদাম, চতুর্থ আলজেরিয়ার হাফেজ মুহাম্মাদ আব্দুর রউফ ও পঞ্চম লিবিয়ার হাফেজ আব্দুর রাজ্জাক।
হাফেজ আবু রাহাত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী। তিনি ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত হয়ে কুয়েতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।
এর আগে হাফেজ আবু রাহাত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২০ পিএইচপি কুরআনের আলোয় প্রথম স্থান অধিকার করে।