শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৭:৪০ পূর্বাহ্ন

কবি ফররুখ আহমদ সম্পর্কিত জানা-অজানা তথ্য

এডুকেশন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ৪৯৮ পঠিত
কবি ফররুখ আহমদ সম্পর্কিত জানা-অজানা তথ্য
কবি ফররুখ আহমদ

মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদ ১৯১৮ সালের ১০ জুন (তৎকালীন যশোর জেলার অন্তর্গত) বর্তমান মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামের সৈয়দ বংশে জন্মগ্রহণ করেন। তার বাবা সৈয়দ হাতেম আলী ছিলেন একজন পুলিশ ইন্সপেক্টর। মায়ের নাম রওশন আখতার।

ফররুখ আহমদ খুলনা জিলা স্কুল থেকে ১৯৩৭ সালে ম্যাট্রিক এবং কলকাতার রিপন কলেজ থেকে ১৯৩৯ সালে আই.এ. পাস করেন। এরপর স্কটিশ চার্চ কলেজে দর্শন এবং ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা শুরু করেন।

কর্মজীবনও শুরু করেন কলকাতায়। দেশ বিভাগের পর ১৯৪৮ সালে ফররুখ আহমদ কলকাতা থেকে ঢাকায় চলে এসে ঢাকা বেতারে যোগ দেন। ১৯৭৪ সালের ১৯ অক্টোবর ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন।

আসুন কবি ফররুখ আহমদ সম্পর্কিত জানা-অজানা তথ্যগুলো জেনে নেই…

পুরো নাম : সৈয়দ ফররুখ আহমদ
উপাধি : মুসলিম রেনেসাঁর কবি
প্রথম কবিতা : উপহার (১৯৪২)
প্রথম কাব্যগ্রন্থ : সাত সাগরের মাঝি (১৯৪৪)

কাব্যগ্রন্থ
সাত সাগরের মাঝি (ডিসেম্বর, ১৯৪৪)
সিরাজাম মুনীরা (সেপ্টেম্বর, ১৯৫২)
নৌফেল ও হাতেম (জুন, ১৯৬১)-কাব্যনাট্য
মুহূর্তের কবিতা (সেপ্টেম্বর, ১৯৬৩)
ধোলাই কাব্য (জানুয়ারি, ১৯৬৩)
হাতেম তায়ী (মে, ১৯৬৬)-কাহিনীকাব্য
নতুন লেখা (১৯৬৯)
কাফেলা (অগাস্ট, ১৯৮০)
হাবিদা মরুর কাহিনী (সেপ্টেম্বর, ১৯৮১)
সিন্দাবাদ (অক্টোবর, ১৯৮৩)
দিলরুবা (ফেব্রুয়ারি, ১৯৯৪)

আর পড়ুন : চলতি বছর নোবেল পুরস্কার পেলেন যারা

শিশুতোষ গ্রন্থ
পাখির বাসা (১৯৬৫)
হরফের ছড়া (১৯৭০)
চাঁদের আসর (১৯৭০)
ছড়ার আসর (১৯৭০)
ফুলের জলসা (ডিসেম্বর, ১৯৮৫)

যেসব পুরস্কার পেয়েছেন কবি ফররুখ আহমদ
* বাংলা একাডেমি পুরস্কার (১৯৬০)
* প্রেসিডেন্ট পদক প্রাইড অব পারফরমেন্স (১৯৬৫)
* আদমজী সাহিত্য পুরস্কার ও ইউনেস্কো পুরস্কার (১৯৬৬)
* একুশে পদক (১৯৭৭)
* স্বাধীনতা পদক (১৯৮০)

ফররুখ আহমদ সম্পর্কিত আরও তথ্য

➤ ফররুখ আহমদ মাসিক মোহাম্মদী পত্রিকা সম্পাদনা করেন।
➤ ‘কারবালার প্রান্তরে’ গ্রন্থের রচয়িতা ফররুখ আহমদ।

➤ আল্লামা ইকবালকে ‘সাত সাগরের মাঝি’ কাব্য গ্রন্থ্যটি উৎসর্গ করেন ফররুখ আহমদ।
➤ ’পাঞ্জেরী’ কবিতাটি ফররুখ আহমদের ‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থের অন্তর্গত।
➤ ’পাঞ্জেরী’ কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
➤ ফররুখ আহমেদের ‘সাত সাগরের মাঝি’ কাব্যের উপজীব্য ইসলামের ইতিহাস ও ঐতিহ্য।
➤ ‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থে ১৯ টি কবিতা আছে।

➤ ‘মুহূর্তের কবিতা’ ফররুখ আহমেদের লেখা।
➤ ফররুখ আহমদ সনেটও রচনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই ধরনের আরও সংবাদ
© Current Memory 2022 - 2023
Designed by BLACK iz Limited