সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৩:২৭ পূর্বাহ্ন

এক নজরে বাংলাদেশের জাতীয় বিষয়াবলি

রিপোর্টারঃ
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ২২২ পঠিত
এক নজরে বাংলাদেশের জাতীয় বিষয়াবলি

এক নজরে জেনে নেই বাংলাদেশের জাতীয় বিষয়াবলি…

জাতীয় পতাকা : সবুজের মাঝে লাল বৃত্ত।
জাতীয় প্রতীক : উভয় পাশে ধানের শীষ দ্বারা বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা। তার মাথায় পাটগাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা এবং উভয় পাশে দু’টি করে তারকা।
জাতীয় পাখি : দোয়েল।
জাতীয় ফুল : শাপলা (সাদা)।
জাতীয় ফল : কাঁঠাল।
জাতীয় মাছ : ইলিশ।
জাতীয় খেলা : কাবাডি।
জাতীয় পশু : রয়েল বেঙ্গল টাইগার।
জাতীয় বন : সুন্দরবন।
জাতীয় ভাষা : বাংলা।
জাতীয় সংগীত : আমার সোনার বাংলা (প্রথম ১০ চরণ)।
জাতীয় কবি : কাজী নজরুল ইসলাম।

আরও পড়ুন : মুক্তিযুদ্ধের ১১ সেক্টরের সীমানা, সদর দপ্তর ও সেক্টর কমান্ডারদের নাম

রাষ্ট্রধর্ম : ইসলাম।
জাতীয় মসজিদ : বায়তুল মোকাররম মসজিদ।
জাতীয় জাদুঘর : জাতীয় জাদুঘর, শাহবাগ, ঢাকা।
জাতীয় বিমানবন্দর : হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দর (জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর)।
জাতীয় শিশুপার্ক : ঢাকা শিশু পার্ক (জিয়া শিশুপার্ক), ঢাকা।
জাতীয় উদ্যান : সোহরাওয়ার্দী উদ্যান।
জাতীয় গ্রন্থাগার : জাতীয় গ্রন্থাগার, (আগারগাঁও)
জাতীয় স্মৃতিসৌধ : জাতীয় স্মৃতিসৌধ, সাভার।
জাতীয় অর্থনৈতিক পরিষদ : জাতীয় অর্থনৈতিক পরিষদ (NEC)
জাতীয় আর্কাইভস : জাতীয় আর্কাইভস, আগারগাঁও, ঢাকা।
জাতীয় আইনসভা : জাতীয় সংসদ।

⇒ সর্বশেষ চাকরির খবর জানতে ক্লিক করুন এখানে

জাতীয় শহীদ মিনার : কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা।
জাতীয় টিভি চ্যানেল : বাংলাদেশ টেলিভিশন।
জাতীয় রেডিও : বাংলাদেশ বেতার।
জাতীয় সংবাদ সংস্থা : বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।
জাতীয় নাট্যশালা : জাতীয় নাট্যশালা (সেগুন বাগিচা)।
জাতীয় ঈদগাহ : জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা।
জাতীয় প্রেস ক্লাব : জাতীয় প্রেস ক্লাব, ঢাকা।
জাতীয়তা : বাংলাদেশী।

চাকরির প্রস্তুতির জন্য এ জাতীয় সকল তথ্য পেতে এখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই ধরনের আরও সংবাদ
© Current Memory 2022 - 2023
Designed by BLACK iz Limited